বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই!/Buk bendhe tui dara dekhi lyrics

রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905


বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই!

শুধু তুই   ভেবে ভেবেই হাতের লক্ষ্মী   ঠেলিস নে ভাই

একটা কিছু করে নে ঠিক,  ভেসে ফেরা মরার অধিক-

বারেক এ দিক বারেক ও দিক, এ খেলা আর খেলিস নে ভাই।

মেলে কি না মেলে রতন   করতে তবু হবে যতন

না যদি হয় মনের মতন   চোখের জলটা ফেলিস না ভাই!

ভাসাতে হয় ভাসা ভেলা,  করিস নে আর হেলাফেলা

পেরিয়ে যখন যাবে বেলা   তখন আঁখি মেলিস নে ভাই।

No comments